Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর ২০০ বছরের ঐতিহৃবাহী একটি সরকারি  প্রতিষ্ঠান হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ নির্মাণ ও রক্ষনাবেক্ষণের  কাজ করে থাকে। বান্দরবান গণপূর্ত বিভাগ সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য  জেলার বিভিন্ন সরকারী স্থাপনা নির্মাণ, মেরামত, সংস্কার ও দৈনন্দিন মেরামত কাজ করে থাকে। অফিস ভবনটি বান্দরবান পার্বত্য  জেলা শহরের  নিউ গুলশান নামক স্থানে অবস্থিত। গণপূর্ত বিভাগ বান্দরবানের অধীনে ২টি সিভিল ও ১টি ই/এম উপ-বিভাগ রয়েছে। সিভিল উপ-বিভাগগুলো হলো- বান্দরবান গণপূর্ত উপ-বিভাগ ও লামা গণপূর্ত উপ-বিভাগ।